About (সম্পর্কে)

ডা. এ. কে. এম. কবিউল করিম। ডি এইচ এম এস (ঢাকা) সাধারণ সম্পাদক, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ, বরিশাল শাখা। চেম্বারঃ আগরপুর রোড, বরিশাল। মোবাঃ 01712 170 257

ডা. হানেমান হোমিওপ্যাথির জনক। তিনি ঔষধ আবিস্কার করেছেন। প্রথমে যে পদ্ধতিতে ঔষধ প্রয়োগ করেন তাতে আত্মতৃপ্তি লাভ করার মত ফল না পেয়ে ঔষধ তৈরি এবং নীতি নিয়ম সংক্রান্ত পুস্তক ‘অর্গানন’ ছয় বার সংশোধন ও পরিমার্জন করেন। পঞ্চম সংস্করণ লিখেন ১৮৩৩ সালে তারপরে আরও সাত বছর গবেষণা করে ১৮৪২ সালে ষষ্ঠ সংস্করণ লেখা সমাপ্ত করেন। এই সংস্করনে তাঁর নবতর পঞ্চাশ সহস্রতমিক পদ্ধতির ঔষধ তৈরির ফার্মাকপিয়া দেয়া আছে। তিনি নিজে এই পদ্ধতিতে ঔষধ প্রয়োগ করেন এবং পূর্বের চেয়ে অনেক ভালো ফল পান। অর্গানননের ষষ্ঠ সংস্করণকে ডা. হানেমান নিজেই ‘nearly perfect’ বলেছেন। তৎকালীন পূর্ব পাকিস্তানে ১৯৫৮ সাল থেকে এই পদ্ধতিতে ঔষধ প্রয়োগ শুরু হয়। বাংলাদেশ হোমিওপ্যাথি পরিষদের মাধ্যমেই এর প্রসার লাভ করেন। চিকিৎসকগণ এই পদ্ধতির প্রয়োগে সুফল লাভ করে এবং রোগীগণও বিনা কষ্টে দ্রুত আরোগ্য লাভ করেন।

আমি হোমিওপ্যাথির ছাত্র থাকাকালীন বাংলাদেশ হোমিওপ্যাথি পরিষদের সদস্যপদ লাভ করি। বর্তমানে আমি বাংলাদেশ হোমিওপ্যাথি পরিষদ, বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত আছি। এখান থেকেই পঞ্চাশ সহস্রতমিক পদ্ধতির প্রতি আকৃষ্ট হই। রোগী চিকিৎসায় পঞ্চাশ সহস্রতমিক পদ্ধতি প্রয়োগ করে অত্যন্ত সুফল আভ করি এবং প্রত্যক্ষ করি এই পদ্ধতিই সর্বোত্তম চিকিৎসা পদ্ধতি।

0 comments:

Post a Comment

Moments in Pictures


  • Dr Kabiul Karim Blog on Homoeopathy or Homeopathy

    হোমিও কর্মশালা, ঢাকা

    মঞ্চে উপবিষ্ট ডা. এ. কে. এম. কবিউল করিম, ডা. কাজী সাইফুদ্দিন এবং ডা. কে. এম. আলাউদ্দিন।
  • Dr Kabiul Karim Blog on Homoeopathy or Homeopathy

    কুমিল্লায় প্রশিক্ষণ

    কুমিল্লায় হোমিওপ্যাথিক প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য প্রদান করছেন ডা. এ. কে. এম. কবিউল করিম।
  • Dr Kabiul Karim Blog on Homoeopathy or Homeopathy

    বিশেষ মুহূর্ত

    বরিশালের সাংবাদিকদের মাঝে ডা. এ. কে. এম. কবিউল করিম
  • Dr Kabiul Karim Blog on Homoeopathy or Homeopathy

    ২০১২ সাল

    ডান হতে, ডা. সাওকত আলী ভুঁইয়া, ডা. কে. এম. আলাউদ্দিন এবং ডা. এ. কে. এম. কবিউল করিম।
  • Dr Kabiul Karim Blog on Homoeopathy or Homeopathy

    ঢাকায় প্রশিক্ষণ

    ঢাকায় হোমিওপ্যাথিক প্রশিক্ষণ কর্মশালায় মঞ্চে উপবিষ্ট চিকিৎসকদের সাথে ডা. এ. কে. এম. কবিউল করিম।
  • Dr Kabiul Karim Blog on Homoeopathy or Homeopathy

    ঢাকায় প্রশিক্ষণ

    ঢাকায় হোমিওপ্যাথিক প্রশিক্ষণ কর্মশালায় শিক্ষার্থীদের সাথে মঞ্চে উপবিষ্ট চিকিৎসকদের সাথে ডা. এ. কে. এম. কবিউল করিম।
  • Dr Kabiul Karim Blog on Homoeopathy or Homeopathy

    ঢাকায় প্রশিক্ষণ

    ঢাকায় হোমিওপ্যাথিক প্রশিক্ষণ কর্মশালায় শিক্ষার্থীদের সাথে মঞ্চে উপবিষ্ট চিকিৎসকদের সাথে ডা. এ. কে. এম. কবিউল করিম।
  • Dr Kabiul Karim Blog on Homoeopathy or Homeopathy

    ঢাকায় প্রশিক্ষণ

    ঢাকায় হোমিওপ্যাথিক প্রশিক্ষণ কর্মশালায় মঞ্চে উপবিষ্ট চিকিৎসকদের সাথে ডা. এ. কে. এম. কবিউল করিম।
  • Dr Kabiul Karim Blog on Homoeopathy or Homeopathy

    কুমিল্লায় প্রশিক্ষণ E

    কুমিল্লায় হোমিওপ্যাথিক প্রশিক্ষণ কর্মশালায় মঞ্চে উপবিষ্ট চিকিৎসকদের মাঝে ডা. এ. কে. এম. কবিউল করিম।
  • Dr Kabiul Karim Blog on Homoeopathy or Homeopathy

    ২৫৮ তম জন্মবার্ষিকী

    হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কারক ডা.স্যামুয়েল হ্যানিম্যানের ২৫৮ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে বিশিষ্ট চিকিৎসকদের মাঝে কে. এম. কবিউল করিম।
  • Dr Kabiul Karim Blog on Homoeopathy or Homeopathy

    ২৫৮ তম জন্মবার্ষিকী -২০১৩ ইং

    হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কারক ডা.স্যামুয়েল হ্যানিম্যানের ২৫৮ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে বিশিষ্ট চিকিৎসকবৃন্দ।
  • Dr Kabiul Karim Blog on Homoeopathy or Homeopathy

    ২৫৮ তম জন্মবার্ষিকী -২০১৩ ইং

    ডা.স্যামুয়েল হ্যানিম্যানের ২৫৮ তম জন্মবার্ষিকীতে মঞ্চে উপবিষ্ট চিকিৎসকদের সাথে ডা. এ. কে. এম. কবিউল করিম।

এখান থেকে Email করুন

#Email পাঠাতে আপনার নাম, আপনার ব্যাক্তিগত Email ঠিকানা, আপনার ম্যাসেজ এবং নিচে দেয়া কোডটি টাইপ করে 'Send message!' বাটনে ক্লিক করুন।

#নিচে দেয়া কোডটি টাইপ করতে কোডটির পাশের বক্স ব্যবহার করুন, তারপর'Send message!' বাটনে ক্লিক করুন।
foxyform

Facebook Comments